Thursday, March 20, 2014

নাগরিক শক্তির প্রতীক্ষায় তরুণ প্রজন্ম - ১

নতুন রাজনীতি

“আমার মনে হয় আমাদের পৃথিবীতে যে change আসে - আমাদেরই সেই change আনতে হয়। Be the change you want to see.”
“যে কোন Change এর জন্য Revolutionary Character লাগে। Charismatic কোন Leader থাকলে তার পিছনে এমনিতেই তরুণরা যাবে। কারণ আমরা ৫০% এর উপরে। আমাদের দেশে তো আমাদেরই Power বেশি। আমরা যদি এমন কোন তরুণ পাই - সে হতে পারে নতুন কোন বঙ্গবন্ধু , নতুন একজন জিয়া - এরকম একজন মানুষ হতে হবে। যে Actually আমাদের Move করাতে পারে।” 

“আমাদের সবাই যখন voice raise করবে তখন সবার মধ্যে এই ভাবনা আসবে - কিছু করা দরকার।”

“প্রাইমারিলি যা দরকার তা হচ্ছে একটা প্লাটফর্ম যেখানে লিডারশীপ ট্রেইনিং দেওয়া হবে, Ethics ট্রেইনিং দেওয়া হবে।”

“মন্ত্রী যদি দুর্নীতি গ্রস্থ হন, আমরা পারবো তাদের বাই ফোরস চেইঞ্জ করাতে। তরুণরা এটা পারবো।”

“বাংলাদেশের যে দুইটি রাজনৈতিক দল আছে, তাতে তরুণদের অংশগ্রহণ দেখতে পাই না। নতুন একটি রাজনৈতিক দল দেখতে চাই।”

“দেশের জন্য contribute করতে চাই আমরা সবাই - আমি যাদের সাথে কথা বলেছি।”

“আমি রাজনীতি করতে চাই। আমার মনে হয়, আমরা যদি না আসি - আমার মনে হয় না এটা বদলাবে। এখন যেসব existing দল আছে আমার মনে হয় না তারা আমাদের চাওয়া পাওয়ার কোন খেয়াল রাখে। আমি চাই যোগ্য কোন দল আসুক। নতুন কেউ আসুক। নতুন ধারার রাজনীতি।”

“এখন যে অবস্থা আছে তাতে রাজনীতিতে involved হওয়া সম্ভব না, কিন্তু যদি নতুন একটা dimension created হয় তাহলে অবশ্যই।”

“আমি রাজনীতি আসতে চাই, কারণ আমি যদি কাঁদা পরিস্কার করতে চাই, তাহলে অবশ্যই কাঁদায় নামতে হবে এবং গাঁয়ে কাঁদা লাগাত হবে।”

“আমরা যারা সচেতন, আমরা যারা পরিবর্তন চাই, আমরা কেন এগুই না? আমরা সবাই - সুশীল সমাজ, তরুণ সমাজ সবাই মিলে কেন একটা প্ল্যাটফর্মে আসতে পারছি না?”

“যতদিন পর্যন্ত না আমরা নতুন একটা দল না করবো, নতুন Political culture তৈরি করবো - ততদিন পর্যন্ত আমার মনে হয় না প্রচলিত দলগুলো আমাদের সাথে compete করার জন্য change আনবে।” 



প্রচলিত রাজনীতি, নির্বাচন এবং নির্বাচনপূর্ব সহিংসতা

৮৯% তরুণ দেশের প্রচলিত রাজনীতিতে সন্তুস্ট নন।

৯৮% তরুণ মনে করেন মেধাবী তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের জন্য প্রচলিত রাজনৈতিক দলগুলোতে ব্যাপক সংস্কার প্রয়োজন।

৯১% তরুণ মনে করেন - প্রচলিত রাজনীতি গনতন্ত্রামনা রাজনীতি বিকাশের উপযুক্ত নয়।

“যারা রাজনীতিতে আসছেন তারা নির্দিষ্ট সময়ে কিছু Earn (রোজগার) করতে আসছেন।”

“একজনকে মন থেকে ভোট দেব এমন কেউ নেই।”

“এবার যে ইলেকশান হল এটা গনতান্ত্রিক কোন ইলেকশান না। গনতান্ত্রিক কোন প্র্যাকটিস হচ্ছে না।”
“বর্তমান প্রধান মন্ত্রী বলেছেন গণতন্ত্র রক্ষার স্বার্থেই এই নির্বাচনটা করতে হয়েছে। কিন্তু আমরা দেখেছি বিরোধী দলকে দমন - নিপীড়ন। Where is Democracy যেখানে বিরোধী দলকে কোন সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না?”

“শাহবাগে যে গণজাগরণ হয়েছিল, যুদ্ধাপরাধীদের রায়ের বিরুদ্ধে মানুষ যে প্রতিবাদ করেছিল, এই সহিংসতার (নির্বাচনের আগে) বিরুদ্ধে প্রতিবাদ আসেনি।”

“ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে।”

“সংসদেই যেখানে দলের সিদ্ধান্তের বাইরে কোন বিলে ভোট দিলে সদস্য পদ বাতিল হয়, সেখানে আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে কি গণতন্ত্র দেখবো?”
মাক্সিমাস তরুণকণ্ঠ | ১ম পর্ব


বাংলাদেশ সংবিধানের ৭০-১ ধারা

৭০। (১) “কোন নির্বাচনে কোন রাজনৈতিক দলের প্রার্থী রুপে মনোনীত হইয়া কোন ব্যক্তি সংসদ-সদস্য নির্বাচিত হইলে তিনি যদি উক্ত দল হইতে পদত্যাগ করেন, অথবা সংসদে উক্ত দলের বিপক্ষে ভোট দান করেন, তাহা হইলে সংসদে তার আসন শুন্য হইবে।” [1]

No comments:

Post a Comment