Friday, August 15, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (২০/৭/১৪)

1.খাদ্যে ভেজাল রোধ ও ফরমালিনমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে অগ্রগতি

বগুড়ায় ফরমালিনমুক্ত খাবারের দাবিতে মানববন্ধন (banglanews24.com)
নাটোরে ভেজাল গুড় কারখানার সন্ধান লাভ (banglanews24.com)

2.অর্থনীতি - শিল্প - বাণিজ্যে অগ্রগতির খবর

হাড়িভাঙ্গা আমের দেশ হিসেবে গড়তে চাই (banglanews24.com)


3.পাহাড় আর সবুজ অরণ্যে ঘেরা খাগড়াছড়ি (banglanews24.com)

"Beautiful Bangladesh - রূপসী বাংলা" কে সারাবিশ্বের পর্যটনকেন্দ্রগুলোর মাঝে অন্যতম সেরা আকর্ষণ হিসেবে গড়ে তোলা হবে - পাহাড় আর সবুজ অরণ্যে ঘেরা খাগড়াছড়ি হবে "Beautiful Bangladesh - রূপসী বাংলা" র অন্যতম প্রাণকেন্দ্র।  
 


4."মাদকমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি

গাংনীতে ফেনসিডিলসহ আটক ২ (banglanews24.com)

বাংলাদেশ মাদকমুক্ত হওয়ার পথে।
বাংলাদেশের নাগরিকদের দেশ নিয়ে গর্ব করার মত অর্জনের ভান্ডারে আরেকটা অর্জন কিছুদিন পর যোগ হবে।
বাংলাদেশ হবে পৃথিবীর প্রথম অবৈধ মাদকমুক্ত দেশ।

5."অবৈধ অস্ত্রমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি

ফেনীতে অস্ত্রসহ ২ ছাত্রলীগ নেতা আটক (banglanews24.com)
- সরকারি দলের ছাত্র বা যুব সংগঠনের সদস্য হওয়ার বিনিময়ে আর আইনের উরধে থাকা যাবে না।  

বেনাপোলে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক (banglanews24.com)
কুষ্টিয়ায় পিস্তলসহ অস্ত্রব্যবসায়ী আটক (banglanews24.com)

বাংলাদেশের কোন নাগরিকের কাছে অবৈধ অস্ত্র - মেনে নেওয়া হবে না।
দেশের প্রত্যেকটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই লক্ষ্যকে সামনে রেখে কাজ শুরু করেছেন।

6.অন্যায় অপরাধ মুক্ত উন্নত ফেনী জেলা গড়ে তোলায় অগ্রগতি

একরাম হত্যাকাণ্ডের পর ফেনীর সন্ত্রাসী চাঁদাবাজদের গ্রেপ্তারের যে প্রক্রিয়া শুরু হয়েছিল সেই প্রক্রিয়া অব্যাহত রেখে ফেনী জেলাকে সবরকম অন্যায় অপরাধ শুন্য করা হচ্ছে।
যথাসময়ে অস্ত্র মামলার আসামী সাংসদ নিজাম হাজারীকেও গ্রেপ্তার করা হবে।

ফেনীতে অস্ত্রসহ ২ ছাত্রলীগ নেতা আটক (banglanews24.com)
- সরকারি দলের ছাত্র বা যুব সংগঠনের সদস্য হওয়ার বিনিময়ে আর আইনের উরধে থাকা যাবে না।

7.দেশবাসীর সামাজিক পরিবর্তন এবং সমস্যা সমাধানের লক্ষ্যে আন্দোলন - কর্মসূচী - মানববন্ধন

অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে দুর্গাপুরে মানববন্ধন (banglanews24.com)




8.বাল্য বিবাহ, নারী নির্যাতন ও পাচার, এসিড সন্ত্রাস রোধ, যৌতুক প্রথা মুক্ত দেশ গড়ে তোলায় এবং নারী অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় অগ্রগতি

চাটমোহরে ছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদন্ড (banglanews24.com)

9.বিমানবন্দরগুলোতে স্বর্ণ চোরাচালান রোধে অগ্রগতি

সাড়ে ৩১ কেজি স্বর্ণের বারসহ আটক ২ (banglanews24.com)
১৪ ঘন্টায় ৪২ কেজি সোনা উদ্ধার (prothom-alo.com)

শাহজালাল এবং চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর দীর্ঘদিন স্বর্ণ চোরাচালানের রুট হিসবে ব্যবহৃত হচ্ছিল। গত কয়েক মাসের কঠোর অবস্থানে স্বর্ণ চোরাচালান রোধে অনেকখানি অগ্রগতি হয়েছে।

10.অন্যায় অপরাধ মুক্ত উন্নত নারায়ণগঞ্জ জেলা গড়ে তোলায় অগ্রগতি

নজরুল হত্যাকাণ্ডের পর নারায়ণগঞ্জের সন্ত্রাসী চাঁদাবাজদের গ্রেপ্তারের যে প্রক্রিয়া শুরু হয়েছিল সেই প্রক্রিয়া অব্যাহত রেখে নারায়ণগঞ্জ জেলাকে সবরকম অন্যায় অপরাধ শুন্য করা হচ্ছে।
যথাসময়ে ত্বকী হত্যাসহ অসংখ্য অপরাধের হোতা সন্ত্রাসীদের গডফাদার সাংসদ ওসমানদেরও গ্রেপ্তার করা হবে।  

নূর হোসেনের ক্যাশিয়ার ৬ দিনের রিমান্ডে (banglanews24.com)


11.দেশবাসীর ঈদের ছুটিতে বাড়ি যেতে যেন টিকিট নিয়ে বিড়ম্বনার স্বীকার হতে না হয় সেই লক্ষ্যে
ঈদসহ ছুটির দিনগুলোর আগে রেলের টিকিটের কালোবাজারি ঠেকাতে সম্ভাব্য সবরকম প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।

টিকিট কালোবাজারি ঠেকাতে নানা তৎপরতা (banglanews24.com)

12.তারাকান্দায় ৩০ বস্তা সুতাসহ ২ ডাকাত আটক (banglanews24.com)

13.অন্যায় অপরাধমুক্ত উন্নত চট্টগ্রাম জেলা গড়ে তোলায় অগ্রগতি

আমার নিজের জেলা চট্টগ্রামকে নতুন করে গড়ে তোলা হবে। বন্দর নগরী চট্টগ্রাম হবে একবিংশ শতাব্দীর সব সুযোগ সুবিধা সম্বলিত আধুনিক একটি নগর।

চট্টগ্রামে কোটি টাকার ভিওআইপি সরঞ্জামসহ আটক ৬ (banglanews24.com)

No comments:

Post a Comment